ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হরতাল-অবরোধের নামে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৩
হরতাল-অবরোধের নামে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম: জামায়াত-বিএনপির অবৈধ অবরোধ-হরতাল, সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে হালিশহর ওয়াপদার মোড় থেকে বড়পোল মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ।  

শুক্রবার (৩ নভেম্বর) চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু নির্দেশনায় নগর যুবলীগের সাবেক সদস্য সালেহ আহমেদ ডিগলের নেতৃত্বে এ মিছিল বের হয়।

 

যুবলীগ নেতা নূরউদ্দিন মিল্টনের সার্বিক ব্যবস্থাপনায় বিক্ষোভ মিছিলে অংশ নেন নগর যুবলীগ নেতা নূরউদ্দিন মিল্টন, সাইফুল ইসলাম রবিন, মহিউদ্দিন রিপন, মীর হাসান,জুয়েল মাহমুদ, হেলাল উদ্দিন রাসেল, মাহফুজ, ইসমাইল হোসেন, সারোয়ার হোসেন রিপাত, একুশে হালিশহরের সভাপতি হাফেজ সাঈদ, মো. তুষার, মো. রুবেল, মো. সোহাগ, মিশু, একুশে হালিশহরের সাধারণ সম্পাদক মুসা নবী ও হালিশহর থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হাবিব সাঈদ, ২৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. ফরহাদ উদ্দিন জিতু, হালিশহর থানা ছাত্রলীগের নেতা রবিন, ছাত্রলীগের নেতা মইনুল ইসলাম রাকিন, ২৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, ফ্রুসিন, রাহিক, ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের নেতা ওমর ফারুক, কাজী ফাহিমুল ইসলাম, আরিফ হোসেন, রাকিব,ইমনসহ যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।