ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অগ্নি সন্ত্রাস হলে ঘটনাস্থলেই নিশ্চিহ্ন করা হবে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৩
অগ্নি সন্ত্রাস হলে ঘটনাস্থলেই নিশ্চিহ্ন করা হবে

চট্টগ্রাম: বিএনপি-জামাতের অযৌক্তিক হরতাল অবরোধ কর্মসূচী চলাকালে জনগণের জানমালের নিরাপত্তার সুরক্ষায় দলীয় নেতাকর্মীদের শান্তি ও উন্নয়ন সমাবেশ করার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী।  

শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের জরুরী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় তিনি বলেন, জ্বালাও পোড়াও এবং অগ্নি সন্ত্রাস যাতে কোথাও না ঘটে সেদিকে লক্ষ্য রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। বিএনপি-জামাত যদি আবারও  জ্বালাও পোড়াও করে পোড়া মাটির নীতি গ্রহণ করে তাহলে তাদেরকে ঘটনাস্থলেই নিশ্চিহ্ন করা হবে।

 

সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, দপ্তর সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ শমসের, তথ্য গবেষণা সম্পাদক চন্দন ধর, ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক হাজী মো. হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, নির্বাহী সদস্য বখতেয়ার উদ্দীন খান, প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৩
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।