ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই অবহেলিতরা ভাতা পাচ্ছে: এমপি নোমান 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই অবহেলিতরা ভাতা পাচ্ছে: এমপি নোমান  ...

চট্টগ্রাম: বোয়ালখালীর পোপাদিয়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আকুবদণ্ডী ওয়ারেছ মোহছেনা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপকারভোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (৪ নভেম্বর) বিকাল ৩টায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের এমপি নোমান আল মাহমুদ।

 

তিনি বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে দেশের সকল ভাতাভোগী নিয়মিত ভাতা পাচ্ছেন। আওয়ামী লীগ সরকার দেশের অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছে।

নৌকার বিজয় হলে কারও ভাতা বন্ধ হবে না। গরীব, দুস্থ, অসহায়, প্রতিবন্ধী, বয়স্কসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা যেন অন্যের কাছে হাত পেতে না চলে সে কারণে বিভিন্ন ভাতা চালু করেছে। সরকারি সেই ভাতা পাওয়ার ফলে ওই সকল অসহায় ব্যক্তিদের সমাজ কিংবা পরিবারের বোঝা হয়ে থাকতে হচ্ছে না। আওয়ামী লীগ সরকার অসহায়দের সম্মানিত করেছে। শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষও পাচ্ছেন সুবিধা। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যারা দেশে সরকার গঠন করেছে তারা কেউ অসহায় মানুষের কথা চিন্তা করেনি।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে সুবিধাভোগীর তালিকা বৃদ্ধি করা হচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে কাউকে না খেয়ে থাকতে হবে না। সকল ভাতা অব্যাহত রাখার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল-মত নির্বিশেষে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জসিম উদ্দীনের সভাপতিত্বে ও বিশ্বজিৎ বাপ্পির সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা, বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম, আওয়ামী লীগ নেতা মো. ঈসা, নুরুল আফছার, চেয়ারম্যান মোহাম্মদ মোকাররম, শফিউল আজম সেফু, মেজবাহ উদ্দিন পাপ্পু, শেখ শহীদুল আলম, আব্দুস সোবহান, দিদারুল আলম,  এসএম মাসুদ নেওয়াজ, বাবুল চৌধুরী, আবুল মোকাররম, সঞ্জয় ভঞ্জ, সৈয়দ নজরুল, মামুনুর রশীদ, এরশাদ চৌধুরী, আসাদুজ্জামান হাসান, একরামুল হক মুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।