চট্টগ্রাম: পতেঙ্গায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৫ নভেম্বর) ভোরে পতেঙ্গা থানাধীন কাঠগড় ধুমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভোরে রাস্তার পাশে গাড়ি রেখে চালক নামাজ পড়তে গেলে কয়েকজন লোক এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে চালক আসার আগেই সবাই পালিয়ে যায়।
পতেঙ্গা থানার উপ পরিদর্শক (ওসি) মো. ফিরোজ বাংলানিউজকে বলেন, বাসটি পোশাক শ্রমিকদের নেওয়ার জন্য সেখানে অপেক্ষা করছিল। চালক বাসটি রাস্তার পাশে দাঁড় করিয়ে ফজরের নামাজ পড়তে মসজিদে যান। এ সুযোগে কয়েকজন এসে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে সবার চেষ্টায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। আমরা গাড়িটি থানায় নিয়ে এসেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দ্বিতীয় দফায় জামায়াত-বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের পাশাপাশি চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে মহানগর বিএনপি। সংগঠনটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৩
এমআর/এসি/টিসি