ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পাষণ্ড বাবার আমৃত্যু কারাদণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
পাষণ্ড বাবার আমৃত্যু কারাদণ্ড  প্রতীকী ছবি

চট্টগ্রাম: জোরারগঞ্জে ১৬ বছরের মেয়েকে পাশবিক নির্যাতনের দায়ে নুর উদ্দিন মিঠু (৪২) নামে এক বাবাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৫ নভেম্বর) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এই রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত   নুর উদ্দিন মিঠু, একই এলাকার মৃত সেলিম সওদাগরের ছেলে।

ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এমএ নাসের চৌধুরী  বাংলানিউজকে বলেন, আট জন সাক্ষীর সাক্ষ্য মেয়েকে পাশবিক নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি নুর উদ্দিন মিঠুকে আমৃত্যু কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

রায়ের সময় আসামি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ১৩ জুন জোরারগঞ্জ থানার দক্ষিণ সোনাপাহাড় মসাতাননগর রেল স্টেশনের উত্তর পাশে নুরুল ইসলাম টেইলার্স বাড়িতে ১৬ বছরের মেয়েকে জুস পান করিয়ে পাশবিক নির্যাতন করে নুর উদ্দিন মিঠু। এ ঘটনায় কিশোরী বাদী হয়ে একই মাসের ১৫ জুন থানায় মামলা করে। মামলার তদন্ত শেষে একই বছরের  ২৩ অক্টোবর ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২২ সালের ৩১ মার্চ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়।  

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।