ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আইআইইউসিতে আর্টস এন্ড হিউমেনিটিজ অনুষদের সেমিনার 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৩
আইআইইউসিতে আর্টস এন্ড হিউমেনিটিজ অনুষদের সেমিনার 

চট্টগ্রাম: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) আর্টস এন্ড হিউমেনিটিজ অনুষদের উদ্যোগে এক সেমিনার সম্পন্ন হয়েছে।

রোববার (৫ নভেম্বর) বিকেলে ইং রেজি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ছরওয়ার আলমের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক ইউসুফ উদ্দীন খালেদ চৌধুরীর পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন ডিন ও ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ হুমায়ুন কবির।

 

স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ ইফতেখার উদ্দীন।  

সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক আমীর মোহাম্মদ খান এবং প্রভাষক আয়েশা সিদ্দিকা।

গবেষণা প্রবন্ধের উপর আলোচনা করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী  অধ্যাপক ড. মুহাম্মদ রিয়াজ মাহমুদ এবং সহকারী অধ্যাপক ড. সুলতানা জাহান।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।