চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন শিশুসহ সাতজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বিপ্লব দাশ (২৭), ছিনুবালা দাশ (৫৫), রিতা রাণী দাশ (৪০), শ্রাবন্তী (১৮), বর্ষা (১০), দ্বীপ (৩) ও দিগন্ত (৩)।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাটহাজারীতে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাতজনের মরদেহ উদ্ধার করি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রশ্মি চাকমা চাকমা বাংলানিউজকে বলেন, দুর্ঘটনায় মারা যাওয়া সাতজনের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মাথায় আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৩
এমআর/পিডি/টিসি