ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দক্ষতা থাকলে পৃথিবী হাতের মুঠোয়: চুয়েট ভিসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৩
দক্ষতা থাকলে পৃথিবী হাতের মুঠোয়: চুয়েট ভিসি

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, আমরা এখন ৪র্থ শিল্পবিপ্লবের পথে হাঁটছি। বিশ্ব এখন ডিজিটাল টেকনোলজি ও স্মার্ট টেকনোলজির দিকে ঝুঁকছে।

সেই চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদেরকেও এসব প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিতে হবে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ‘ইলেকট্রিক্যাল সার্জ’ উৎসবে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, চুয়েটের শিক্ষাজীবন শেষ করে কর্মক্ষেত্রে প্রবেশ করতে যাচ্ছো। কর্মক্ষেত্রে তোমাদের দক্ষতা দেখাতে হবে। চুয়েটের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার দায়িত্ব এখন তোমাদের। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে বিভিন্ন সফট স্কিল আয়ত্ত্ব করে নিতে হবে। দক্ষতা থাকলে পুরো পৃথিবী তোমার হাতের মুঠোয়। সেভাবেই নিজে গড়ে তুলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তোমরা হবে একেকজন দক্ষ সেনাপতি। তবেই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে।

ইইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নূর মোহাম্মদের সভাপতিত্বে ও ‘১৯ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার মাহমুদ সাদি, উমামা জান্নাত ও রাদিকা জাহানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, মালেয়শিয়ার ইউকেএম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড সিস্টেমস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নওশাদ আমিন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম।  

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।