ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গভীর রাতে চবির প্রশাসনিক ভবনে ছাত্রদলের তালা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
গভীর রাতে চবির প্রশাসনিক ভবনে ছাত্রদলের তালা ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: গভীর রাতে অবরোধের সমর্থনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসনিক ভবনের ফটকে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এছাড়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইট এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

সোমবার (১৩ নভেম্বর) চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেনের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়। তবে সরেজমিনে চবির প্রশাসনিক ভবনের ফটকে কোনো তালা দেখা যায়নি।

সাজ্জাদ হোসেন জানান, এক দফা দাবিতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা অবরোধের সমর্থনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে তালা দেয় চবি ছাত্রদলের নেতা-কর্মীরা। সোমবার ভোরে চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনের অনুসারীরা প্রশাসনিক ভবনের ফটকে তালা দেন এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইট এলাকায় অবরোধের অসমর্থনে বিক্ষোভ মিছিল করেন।

জানা গেছে, রোববার দিবাগত রাত তিনটার দিকে প্রশাসনিক ভবনে তালা দেন ছাত্রদলের কিছু নেতাকর্মী। এছাড়া সোমবার ভোরে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
এমএ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।