ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বধির জনগোষ্ঠী শিক্ষার পাশাপাশি খেলাধুলায়ও এগোচ্ছে: রুহেল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
বধির জনগোষ্ঠী শিক্ষার পাশাপাশি খেলাধুলায়ও এগোচ্ছে: রুহেল

চট্টগ্রাম: আগে বাড়িতে আত্মীয় বেড়াতে আসলে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের লুকিয়ে রাখা হতো। সম্প্রতি বধির, বাকপ্রতিবন্ধীদের প্রতি মানুষের ধারণা পাল্টাতে শুরু করে।

প্রতিবন্ধী সুরক্ষা আইন পাস হয়েছে।  

সোমবার (১৩ নভেম্বর) নগরের সাগরিকা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে চট্টগ্রাম বধির ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হলো ইন্দো-বাংলা বধির ক্রিকেট টুর্নামেন্ট।

পশ্চিম বঙ্গ বধির সংঘ চট্টগ্রাম টিমকে হারিয়ে ম্যাচ জিতে নেয়।  

এ আয়োজনের মাধ্যমে তারা এটা দেখাতে সক্ষম হয়েছে বাক, শ্রবণপ্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। সুযোগ পেলে উন্নয়নের মূলস্রোতে তারা অবদান রাখতে পারে।  

একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের সক্ষমতা দেখিয়ে তাক লাগিয়েছে চট্টগ্রাম বিভাগীয় শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট অ্যাসোসিয়েশন।  

টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি মাহবুব রহমান রুহেল বলেন, চট্টগ্রাম বধির ক্রিকেট অ্যাসোসিয়েশন অনেক পরিশ্রম করে ইন্দো বাংলা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে। ইন্দো বাংলা ক্রিকেট টুর্নামেন্ট দুই দেশের বাকপ্রতিবন্ধীদের দক্ষতা যেমন বাড়াবে তেমনি দুই বন্ধুপ্রতিম দেশের সম্প্রীতি আরও মজবুত করবে।  

তিনি বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠী সমাজের বোঝা নয়। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও তারা বেশ ভালো এগোচ্ছে।

তিনি তাদের প্রশিক্ষণ, আর্থিক সহায়তাসহ সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পশ্চিমবঙ্গ থেকে আসা বধির ক্রিকেট দলকে চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের সৌন্দর্যমণ্ডিত স্থান পরিদর্শনের আমন্ত্রণ জানান তিনি।  

ক্রীড়া সংগঠক,সিজিকেএস সহসভাপতি লায়ন দিদারুল আলম চৌধুরীসহ দুই দলের ঊর্ধ্বতন কর্মকর্তা, খেলোয়াড়েরা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।