ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কক্সবাজার রুটে ট্রেন যাত্রা, শুরু হয়নি টিকিট বিক্রি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
কক্সবাজার রুটে ট্রেন যাত্রা, শুরু হয়নি টিকিট বিক্রি

চট্টগ্রাম: যাত্রার ১০ দিন আগে থেকেই অগ্রিম টিকিট অনলাইনে সংগ্রহ করতে পারেন ট্রেনের যাত্রীরা। তবে কারিগরি কাজ শেষ না হওয়ায় নতুন ঢাকা-কক্সবাজার রুটের প্রথম ননস্টপ আন্তঃনগর ট্রেন কক্সবাজার এক্সপ্রেসের ক্ষেত্রে এখনই এ সুবিধা মিলছে না।

 

মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে এ ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রির কথা ছিল।

বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তারেক মুহাম্মদ ইমরান জানান, কারিগরি কাজ শেষ না হওয়ায় কক্সবাজার এক্সপ্রেসের টিকিট মঙ্গলবার (আজ) অনলাইনে পাওয়া যাবে না।

তবে দুই- একদিনের মধ্যে অনলাইনে টিকিট বিক্রির কার্যক্রম শুরুর জন্য কাজ চলছে।  

তবে ১ ডিসেম্বর নির্ধারিত সময়েই ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে প্রথমবারের মতো বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হবে বলে জানান এ কর্মকর্তা।  

এদিকে আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরুর অনুমোদন চেয়ে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) বরাবর চিঠি দিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট এর কার্যালয়।  

চিঠিতে বলা হয়- পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপদ ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে সদ্য আমদানিকৃত কোরিয়ান কোচ দ্বারা এক জোড়া ননস্টপ ট্রেন পরিচালনা করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরমধ্যে ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনটি ৮১৪ নম্বর এবং কক্সবাজার থেকে ঢাকাগামী ফিরতি ট্রেনটি ৮১৩ নম্বর ট্রেন হিসেবে চলাচল করবে। নতুন ট্রেনের নাম হবে কক্সবাজার ট্রেন। এতে মোট আসন থাকবে ৭৮০টি। ৮১৪ নম্বর ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে সোমবার। ৮১৩ নম্বর ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে মঙ্গলবার। কক্সবাজার এক্সপ্রেসে মোট ১৬ টি বগি থাকবে। এরমধ্যে ১টি পাওয়ার কার, ২টি ডায়নিং কার, ৫টি এসি বগি এবং ৮টি নন এসি বগি থাকবে। তবে যাত্রী চাহিদা থাকলে ১টি করে এসি বগি এবং নন এসি বগি এ ট্রেনে যুক্ত করা যাবে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।