ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
পটিয়ায় যুবক খুন

চট্টগ্রাম: পটিয়ায় পূর্ব শত্রুতার জেরে রাকিবুল হাসান হৃদয় (২২) নামে এক যুবক খুন হয়েছে।  

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে আশিয়া বাংলা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

 

রাকিবুল হাসান হৃদয়, একই ইউনিয়নের মেইলঘর এলাকার মো.কবিরের ছেলে। তিনি নগরের সদরঘাট এলাকায় দৈনিক ভিত্তিক কাজ করতেন।

হৃদয়ের মামা মামুন বাংলানিউজকে বলেন, আশিয়া বাংলা বাজার এলাকায় আমার ভাগ্নেকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে চলে যায় আইয়ুবের ছেলে সৌরভ, তোফায়েল ও ফয়সাল। তাদের সঙ্গে হৃদয় টাকা-পয়সার লেনদেন ছিল। সকালে শহর থেকে সেখানে গিয়ে ছিল হৃদয়। পরে উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসি।  

মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পুলিশ পরিদর্শক (এএসআই) মো.গোলাম মোস্তফা ভূঁইয়া। তিনি বলেন, লেনদেন ও পূর্ব শত্রুতার জেরে হৃদয়কে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয় হৃদয়কে। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কতর্ব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।