ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ব্যাগে মিলল ৪০ হাজার ইয়াবা,গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
ব্যাগে মিলল ৪০ হাজার ইয়াবা,গ্রেফতার ২

চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেইট এলাকা থেকে ৪০ হাজার ইয়াবা ২ জনকে গ্রেফতার করা হয়েছে।  

শুক্রবার (২৪ নভেম্বর) রাত পৌনে ১২ টার দিকে নূরানী জামে মসজিদের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন, মোহাম্মদ ফয়সাল উদ্দীন (২৫) ও শহীদুল ইসলাম প্রকাশ শহীদ (২১)।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সিটি গেইট এলাকায় অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের দেহ তল্লাশী করে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা।  

তিনি আরও  জানান, ফয়সাল ও  শহীদ জিজ্ঞাসাবাদে জানায়, অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার কক্সবাজারের টেকনাফ থেকে চট্টগ্রামে ইয়াবা নিয়ে আসে তারা। পেশাদার এসব মাদক ব্যবসায়ী আইন-শৃংখলা বাহিনীকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বিক্রি করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।