ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নেত্রীর নির্দেশনা মোতাবেক প্রার্থী হয়েছি: আবদুচ ছালাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
নেত্রীর নির্দেশনা মোতাবেক প্রার্থী হয়েছি: আবদুচ ছালাম ...

চট্টগ্রাম: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম।  

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা সোয়া ১১টায় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়ন জমা দেন তিনি।

 

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ বড় দল। এবার প্রথমবারের মত জননেত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়নের বাহিরে স্বতন্ত্র প্রার্থী হতে অনুমতি দিয়েছেন।

আমি নেত্রীর নির্দেশনা মোতাবেক প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছি। আমি সারাজীবন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আশা করছি, নির্বাচনে বিপুল ভোটে আমি জয়লাভ করবো।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত চট্টগ্রামের ১৬ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ১৫৮ জন আগ্রহী প্রার্থী। এর মধ্যে বুধবার (২৯ নভেম্বর) পর্যন্ত মনোনয়ন জমা দিয়েছেন ১৪ জন।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।