ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

 ‘প্রার্থী পাল্টে পটিয়াকে কলংকমুক্ত করেছেন প্রধানমন্ত্রী’ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
 ‘প্রার্থী পাল্টে পটিয়াকে কলংকমুক্ত করেছেন প্রধানমন্ত্রী’  ...

চট্টগ্রাম: চট্টগ্রাম-১২ আসনে প্রার্থী পাল্টে পটিয়াকে কলংকমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি কোনোদিন আওয়ামী লীগ না করেও প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছেন, তিনি বর্তমানে খন্দকার মোশতাকের ভূমিকা পালন করে যাচ্ছেন।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীকে নৌকার প্রার্থী মনোনীত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটিয়াকে কলংকমুক্ত করলেন।  

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে পটিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর সমর্থনে আয়োজিত বর্ধিত সভায় দলীয় নেতা-কর্মীরা এসব কথা বলেন।

 

তারা বর্তমান সংসদ সদস্য সামশুল হক চৌধুরীকে ইঙ্গিত করে বলেন, আপনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী প্রবীণ আওয়ামী লীগ নেতা মোতাহেরুল ইসলাম চৌধুরীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার যে সিদ্ধান্ত নিয়েছেন তা খুবই নিন্দনীয়। এলাকার সাধারণ মানুষ এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যালটের মাধ্যমে এর জবাব দিবেন। এর ফলে আপনাকে মাঠ ছেড়েও পালাতে হবে।  

পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদের পরিচালনায় বর্ধিত সভায় বক্তব্য দেন নৌকার প্রার্থী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদ, সাবেক মহিলা এমপি চেমন আরা তৈয়ব, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ নাছির, যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আয়ুব আলী, জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আবদুল মতিন, মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান, মোজাহেরুল আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা প্রদীপ দাশ, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ নাছির উদ্দিন, আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সত্যজিত রূপু, আবুল কালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন, দক্ষিণ জেলা যুবলীগের অর্থ সম্পাদক হাবিবুল হক চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা মুহাম্মদ ছৈয়দ, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএনএ নাছির, পটিয়া পৌরসভা যুবলীগের সভাপতি নূরুল আলম ছিদ্দিকী, শ্রমিক লীগ নেতা নূরুল হাকিম, পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ, যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশির, পটিয়া পৌরসভার কাউন্সিলর গোফরান রানা, ছাত্রনেতা আবু সাদাত মো. সায়েম, পটিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি অজয় শীল, পটিয়া কলেজ ছাত্রলীগের সেক্রেটারি আবদুল হান্নান।  

বর্ধিত সভার পূর্বে পটিয়া উপজেলার ১৭ ইউনিয়ন ও পটিয়া পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বর্ধিত সভায় যোগদান করেন।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।