ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মুখোমুখি দুই ট্রেন, চালকদের দক্ষতায় রক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৩
মুখোমুখি দুই ট্রেন, চালকদের দক্ষতায় রক্ষা ...

চট্টগ্রাম: সিগন্যালের ভুলে একই লাইনে চলে আসে দুটি ট্রেন। তবে চালকদের দক্ষতায় অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দুটি।

 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত ১০টার দিকে ফতেয়াবাদ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে আসা শাটল ট্রেন ও নাজিরহাটের যাত্রীবাহী ডেমু ট্রেন একই লাইনে প্রায় কাছাকাছি চলে আসে।

চালকরা দ্রুত ট্রেন থামাতে সক্ষম হন। এতে দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দুটি। পরে ডেমু ট্রেনটি পিছিয়ে নিয়ে স্টেশনের আলাদা লাইনে আনা হয়।

ফতেয়াবাদ রেলওয়ে স্টেশন মাস্টার নাহিদা খাতুন বলেন, পয়েন্টসম্যানের অসতর্কতায় দুটি ট্রেন প্রায় মুখোমুখি হয়েছিল। সিগন্যালের ভুলে এমনটা হয়েছে। বড় দুর্ঘটনা থেকে ট্রেন দুটি রক্ষা পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।