ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মহিউদ্দিন চৌধুরীর জন্মদিনে মনজুরের নানা আয়োজন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৩
মহিউদ্দিন চৌধুরীর জন্মদিনে মনজুরের নানা আয়োজন ...

চট্টগ্রাম: চট্টলবীর খ্যাত সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৯০তম জন্মদিন পালন করলেন সাবেক মেয়র মনজুর আলম।  

শুক্রবার (১ ডিসেম্বর) জুমার নামাজের পর এইচএম ভবন অডিটরিয়ামে দোয়া মাহফিল, আলোচনা ও নিঃস্বদের মাঝে তৈরি খাবার বিতরণ করেন তিনি।

 

পরে তিনি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবর জেয়ারত করেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।  

সকালে মনজুর আলম তাঁর বাসভবনে সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি সহ নানা শ্রেণি পেশার লোকজনের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ওপর দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ভর করছে। নির্বাচনকে অর্থবহ ও অংশগ্রহণমূলক করার জন্য ভোটারদের নির্বাচনে ভোট দিতে হবে।  

তিনি বলেন, চট্টগ্রাম ১০ নির্বাচনী এলাকাটি সিটি করপোরেশনের অংশ হলেও অত্র এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, পয়োনিষ্কাশন সুপেয় পানি সরবরাহসহ নানা বিষয়ে ঘাটতি রয়েছে। আল্লাহর রহমত হলে এ সব এলাকার মৌলিক চাহিদাগুলো পূরণ করা সম্ভব হবে। দল, মত, ধর্ম-বর্ণ সম্প্রদায় মিলে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। গণতন্ত্র অব্যাহত থাকলেই দেশে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করবে।  

এ সব কর্মসূচিতে ডা. মুখেশ দত্ত, বীরেন্দ্র নাথ, ইঞ্জিনিয়ার বীরেন্দ্র পাল, তরুণ তপন দত্ত, দিলীপ দে প্রমুখ অংশ নেন।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৩ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।