চট্টগ্রাম: চার্টার্ড ডে উদযাপন উপলক্ষে সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে নানা কর্মসূচি আয়োজন করেছে রোটারি ক্লাব অফ চিটাগাং এরিস্টোক্রেট।
শুক্রবার (১ ডিসেম্বর) জি পিএইচ ইস্পাতের কুমিরাস্থ প্ল্যান্টে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন, রোটারি ডিস্ট্রিক্ট গভর্ণর ইঞ্জিনিয়ার মতিউর রহমান, ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডী সামিনা ইসলাম , রোটারি গভর্নর নমিনি ডাক্তার মইনুল ইসলাম মাহমুদ, ডিস্ট্রিক্ট সেক্রেটারি রোটারিয়ান আকবর হোসেন, চার্টার্ড প্রেসিডেন্ট মোস্তফা আশরাফুল ইসলাম আলভী ও এরিস্টোক্রেটের প্রেসিডেন্ট রোটারিয়ান সাদমান সাঈকা সেফা, ডিস্ট্রিক্ট ট্রেসারার রোটারিয়ান আসাদুল হক, ডিস্ট্রিক্ট এক্সেকিউটিভ সেক্রেটারি রোটারিয়ান সামসুল আলম রিপন।
জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল বলেন, করোনা কালীন সময় থেকে জি পিএইচ ইস্পাত সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ফ্রী অক্সিজেন বিতরণ, দুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের জন্যে মেডিক্যাল ক্যাম্প আয়োজন করে। রোটারি ক্লাব অফ চিটাগাং এরিস্টোক্রেটের এই ধরনের আয়োজন প্রশংসার দাবীদার।
অনুষ্ঠানে সহযোগীতা করেন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল এর সহকারী অধ্যাপক রোটারিয়ান ডা. ফজল করিম বাবুল, সহকারী অধ্যাপক পিপি রোটারিয়ান ডা. কামরুল হাসান জোয়েল, ক্লাবের ইমেডিয়েট পিপি ডা. জয়নাল আবেদীন মুহুরী।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৩
এমআর/টিসি