চট্টগ্রাম: চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. আ ম ম মিনহাজুর রহমানের এক সমর্থককে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে একই আসনের সংসদ সদস্য প্রার্থী ড. আবু রেজা মো. নেজাম উদ্দিন নদভীর বিরুদ্ধে।
নগরের চান্দগাঁও রুপালী আবাসিকে নদভীর বাসায় লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের বাসিন্দা সৈয়দুল আলমকে আটকে রাখা হয় বলে দাবি করেন ডা. মিনহাজুর।
লিখিত অভিযোগে ডা. মিনহাজুর রহমান উল্লেখ করেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্রে সংযুক্তি হিসেবে দাখিলকৃত এক শতাংশ সমর্থনকারী ভোটার তালিকার ক্রম ৩১০ নম্বর লোহাগাড়া থানার পুটিবিলা ইউনিয়নের বাসিন্দা সৈয়দুল আলম (দ্বৈবচয়নে তিনি ১০ জন সমর্থকের একজন)।
অভিযোগের বিষয়ে ডা. আ ম ম মিনহাজুর রহমান বাংলানিউজকে বলেন, সৈয়দুল আলম নামে আমার একজন সমর্থনকীরকে নগরের চান্দগাঁও রুপালী আবাসিকে সংসদ সদস্য পদপ্রার্থী আবু রেজা নেজাম উদ্দিন নদভীর বাসার তৃতীয় তলায় অফিস কক্ষের পাশের কম্পিউটার রুমে আটকে রাখা হয়েছে। এই বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে সংসদ সদস্য পদপ্রার্থী আবু রেজা নেজাম উদ্দিন নদভী বলেন, আমি এ আসনের দুইবারের নির্বাচিত সংসদ সদস্য। আমার বাড়িতে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে। আমি নির্বাচনী কর্মকাণ্ডে ব্যস্ত আছি। বাসায় কে এসেছে, কে আসেনি এসব দেখার সুযোগ হয় না। আমি বা আমার কোনও সমর্থক এ ধরনের ঘটনার সাথে সম্পৃক্ত নই।
চট্টগ্রাম জেলা প্রশাসনের স্টাফ অফিসার প্লাবন কুমার বিশ্বাস বাংলানিউজকে বলেন, এ ধরনের একটি অভিযোগ আমাদের কাছে এসেছে।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৩
এমআই/এসি/টিসি