চট্টগ্রাম: নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে জাতীয় পতাকাবাহী গাড়ি ও পুলিশ প্রটোকল নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ায় বিতর্কিত সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী আদালতে হাজির হয়ে ভুল স্বীকার করেছেন।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চন্দনাইশ সিনিয়র সহকারী জজ শেখ মো. মহিবুল্লাহ আদালতে হুইপ সামশুল হক চৌধুরী লিখিত ব্যাখা দেন।
গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা সোয়া দুইটার দিকে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় পতাকাবাহী গাড়ি ও পুলিশ প্রটোকল নিয়ে এসে মনোনয়নপত্র জমা দেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী। এরপর তাকে কারণ দর্শানোর নোটিশ দেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান সিনিয়র সহকারী জজ (চন্দনাইশ) শেখ মো. মহিবুল্লাহ।
চন্দনাইশের সিনিয়র সহকারী জজ আদালতের বেঞ্চ সহকারী অনি গুপ্ত বাংলানিউজকে বলেন, সামশুল হক চৌধুরী আদালতে উপস্থিত হয়ে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের কারণ ব্যাখ্যা দিয়েছেন। তিনি আদালতের কাছে ভুল স্বীকার করেছেন। ভবিষ্যতে এরকম আর হবে না বলে অঙ্গীকার করেছেন।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৩
এমআই/টিসি