ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘‘ভারত বাংলাদেশের ঐতিহাসিক মৈত্রী রক্তের আঁখড়ে লেখা’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৩
‘‘ভারত বাংলাদেশের ঐতিহাসিক মৈত্রী রক্তের আঁখড়ে লেখা’ ...

চট্টগ্রাম: একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালীন ভারত সরকারের বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদাদের ৫২তম বার্ষিকী স্মরণে মুক্তিযুদ্ধের প্রজন্ম-বৃহত্তর চট্টগ্রামের উদ‍্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) নগরের সংগঠন কার্যালয়ে কার্যনির্বাহী  সভাপতি অ্যাডভোকেট সাইফুন নাহার খুশী'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।

প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী। বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মো. কামাল উদ্দিন, ডা. ফজলুল হক সিদ্দিকী, রাজীব চন্দ, ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না, সম্পাদক মন্ডলীর সদস্য দীপন দাশ, মাহি আল জিসা, নবী হোসেন সালাউদ্দিন, কোহিনুর আকতার, খোরেশেদ আলম, আবদুর রহীম, মিশু সেন, শাহরিয়ার মুনতাসীর মাহী, সুমন দাশ প্রমুখ।

সভায় প্রধান অতিথি বেদার বলেন, ১৯৭১ সালে বাঙালির মহান মুক্তিযুদ্ধের বিজয়ের আগেই ৬ ডিসেম্বর স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের ফলশ্রুতিতেই বিশ্বের অনেক দেশ সেদিন বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল। ভারত ও বাংলাদেশের মধ্যে ভৌগলিক সীমারেখা আছে, কিন্তু দুই দেশের মানুষের হৃদয়ের মাঝে কোনো সীমারেখা নাই। বাংলাদেশ ভারত মৈত্রী রক্তের আকড়ে লেখা। মুক্তিযুদ্ধে ভারতীয় মৈত্রী বাহিনীর বীর সেনাদের জীবনদানের ঘটনা বাঙালি কৃতজ্ঞতায় স্মরণ করে। বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধে ভারত তথা ইন্দিরা গান্ধীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।