চট্টগ্রাম: একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালীন ভারত সরকারের বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদাদের ৫২তম বার্ষিকী স্মরণে মুক্তিযুদ্ধের প্রজন্ম-বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) নগরের সংগঠন কার্যালয়ে কার্যনির্বাহী সভাপতি অ্যাডভোকেট সাইফুন নাহার খুশী'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।
সভায় প্রধান অতিথি বেদার বলেন, ১৯৭১ সালে বাঙালির মহান মুক্তিযুদ্ধের বিজয়ের আগেই ৬ ডিসেম্বর স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের ফলশ্রুতিতেই বিশ্বের অনেক দেশ সেদিন বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল। ভারত ও বাংলাদেশের মধ্যে ভৌগলিক সীমারেখা আছে, কিন্তু দুই দেশের মানুষের হৃদয়ের মাঝে কোনো সীমারেখা নাই। বাংলাদেশ ভারত মৈত্রী রক্তের আকড়ে লেখা। মুক্তিযুদ্ধে ভারতীয় মৈত্রী বাহিনীর বীর সেনাদের জীবনদানের ঘটনা বাঙালি কৃতজ্ঞতায় স্মরণ করে। বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধে ভারত তথা ইন্দিরা গান্ধীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৩
পিডি/টিসি