চট্টগ্রাম: হাটহাজারীতে ককটেল বিস্ফোরণ এবং নাশকতা মামলার পলাতক আসামি যুবদল নেতা মো. গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব।
গিয়াস উদ্দিন (৩৬) উপজেলার উত্তর মাদার্শা এলাকার জহুরুল আলমের ছেলে।
র্যাব জানিয়েছে, গত ২৯ অক্টোবর বিএনপির ডাকা অবরোধ চলাকালে রাত ১১টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে কতিপয় দুষ্কৃতকারী সরকারবিরোধী স্লোগান দিয়ে লাঠি-সোটা, লোহার রড ইত্যাদি নিয়ে রাস্তায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, সাধারণ জনগণের মাঝে ভয়-ভীতির উদ্দেশ্যে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবছার জানান, নাশকতা মামলার সন্দিগ্ধ পলাতক আসামি মো. গিয়াস উদ্দিন হাটহাজারী থানার ইস্টার্ন শপিং সেন্টার এলাকায় অবস্থান করার গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে পৌনে পাঁচটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সড়কে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, ভাঙচুর, ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টি এবং জিসান চৌধুরীকে মারধর করে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৩
এমআই/এসি/টিসি