ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৩
রাউজানে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

চট্টগ্রাম: রাউজানে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. ইলিয়াছ মিয়া (২৬) নামে অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইলিয়াছ রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের জানিপাথর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।  

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বাংলানিউজকে বলেন, চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ হয়।

এতে সিএনজি অটোরিকশা চালকসহ চার জন গুরুতর আহত। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গহিরা জেকে মেমোরিয়াল হসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তিন যাত্রীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৩
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।