চট্টগ্রাম: আওয়ামী লীগের টিকিট না পেয়ে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হওয়ায় প্রার্থিতা ফেরত পেয়েছেন।
সোমবার (১১ ডিসেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে তিনি প্রার্থিতা ফিরে পান।
মনোনয়ন ফিরে পাওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ।
প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর চট্টগ্রাম-১০ আসনে ১২ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
এমআই/এসি/টিসি