চট্টগ্রাম: মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, মানবাধিকার লঙ্ঘনকারী দেশগুলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের যে ছবক দিচ্ছে তা অত্যন্ত হাস্যকর। ১৯৭১ সালে হানাদার পাকিস্তানী বাহিনী নজিরবিহীন বর্বরোচিত গণহত্যার সময় যে দেশটি তাদেরকে সমর্থন ও সহযোগিতা করেছিল সেই দেশটি এখন ফিলিস্তিন ভূমিতে ইসরাইল বাহিনীর বর্বরোচিত গণহত্যায় প্রত্যক্ষ ইন্ধন যোগাচ্ছে।
সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে একটি কমিউনিটি সেন্টারে ৮নং শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিমি একথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বাংলাদেশের জনগণ এবং আওয়ামী লীগ একটি নির্বাচনমুখী দল।
৮নং শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দ্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম-১০ আসনে নৌকার প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু এমপি, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, কৃষি বিষয়ক সম্পাদক আহমেদুর রহমান ছিদ্দিকী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মো. হোসেন, সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা কেবিএম শাহজাহান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
পিডি/টিসি