চট্টগ্রাম: চট্টগ্রাম ওয়াসার পাম্প অপারেটর নিয়োগ ও বিভিন্ন প্রজেক্টে আর্থিক অনিয়ম তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই অংশ হিসেবে বুধবার (১৩ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম ওয়াসায় আসেন দুদকের উপ পরিচালক ফখরুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম।
এসময় ওয়াসার চেয়ারম্যান এ কে এম ফজলুল্লাহ ও প্রধান প্রকৌশলী মাকুসদ আলমের সঙ্গে দেখা করেন তারা।
দুদকের উপ পরিচালক ফখরুল ইসলাম বাংলানিউজকে বলেন, বেশ কিছুদিন আগে ওয়াসার পাম্প অপারেটর নিয়োগ দেওয়া হয়েছিল।
নথিপত্রে কোনো অনিয়ম পাওয়া গেছে কিনা এমন প্রশ্নে তদন্তাধীন বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার এমডি এ কে এম ফজলুল্লাহ ও প্রধান প্রকৌশলী মাকসুদ আলমকে একাধিকবার ফোন করলেও তারা ফোন ধরেননি।
প্রসঙ্গত, প্রজেক্টের অধিন প্রকৌশলী নিয়োগ দিয়ে পরে তা ওয়াসায় স্থায়ী করা, পাম্প অপারেটর নিয়োগ ও মিটার পরিদর্শক নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে চট্টগ্রাম ওয়াসার বিরুদ্ধে।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
এমআর/এসি/টিসি