চট্টগ্রাম: নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ।
শনিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনার ও বঙ্গবন্ধুর ম্যুারালে পুষ্পস্তবক অর্পণ, র্যালী, বৃক্ষরোপণ ও আলোচনা সভা সহ বিভিন্ন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব।
ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. হযরত আলী মিয়া, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মো. সরোয়ার উদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস এম শোয়েভ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর পরিচালক রানা করন, এমবিএ কো-অর্ডিনেটর সৌমেন চক্রবর্তী, আইন বিভাগের চেয়ারম্যান মো. আবদুল হান্নান, ফার্মেসী বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহেদ বিন রহিম, ইংরেজী বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আজিম উদ্দিন, জার্নালিজম এন্ড মিডিয়া ষ্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমী, বিশ্ববিদ্যালয়ের এমপিএইচ প্রোগ্রামের কো-অর্ডিনেটর অভিজিৎ পাঠক প্রমূখ ।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব বলেন, বীরের জাতি হিসেবে বাঙালি পৃথিবীব্যাপী সুনাম অর্জন করছে ৭১ সালে দীর্ঘ নয় মাসের স্বাধীনতা যুদ্ধে জয় লাভের মাধ্যমে।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
পিডি/টিসি