চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: বিভাগের নানান অনিয়ম, অফিস স্টাফদের অপেশাদার এবং অসহযোগিতামূলক আচরণের প্রতিবাদের নিজের ভর্তি বাতিলের আবেদনের পর এবার পাঁচ দফা দাবিতে একাই আন্দোলনে নেমেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী।
রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে অবস্থান নিয়ে এসব দাবি জানান ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোহাম্মদ নূরুদ্দীন শহীদ।
শিক্ষার্থীর দাবিগুলো হলো:
অনতিবিলম্বে ইংরেজি বিভাগের অফিস সহকারী ও অফিস সহায়ককে কাজ থেকে অব্যহতি দিতে হবে। বিভাগের সেশনজট নিরসনে শিক্ষার্থীবান্ধব কর্মপন্থা গ্রহণ করতে হবে।
এর আগে ১৩ ডিসেম্বর চবির ইংরেজি বিভাগের সভাপতিকে মাধ্যম করে কলা ও মানববিদ্যা অনুষদের কো-অর্ডিনেটর বরাবর ই-মেইলে ভর্তি বাতিলের আবেদন করেন তিনি।
আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, আমি ইংরেজি বিভাগের ২০২০-২১ সেশনের মাস্টার্সের একজন নিয়মিত শিক্ষার্থী। বিভাগের নানান অনিয়ম, অফিস স্টাফদের অপেশাদার, হীন এবং অসহযোগিতামূলক আচরণের ব্যাপারে লিখিত অভিযোগ করেও কোনো সমাধান না হওয়া, বারবার একই বিষয়ের পুনরাবৃত্তি ঘটা এবং সর্বোপরি ইংরেজি বিভাগে শিক্ষার্থীদের অগ্রাধিকার সবচেয়ে নিম্ন পর্যায়ের হওয়া, এমনকি শিক্ষার্থীদের প্রয়োজনকে বিরক্তিকর ভাবা ইত্যাদি কারণে আমি এ বিভাগের মাস্টার্স থেকে আমার ভর্তি বাতিল করতে মনস্থির করেছি। অতএব এ বিষয়গুলো বিবেচনাপূর্বক আমার ভর্তি বাতিলের আবেদন গ্রহণ করে নানাবিধ নিপীড়ন থেকে রেহাই পেতে সহায় হোন।
বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
এমএ/পিডি/টিসি