চট্টগ্রাম: সরকার ও নির্বাচন কমিশন (ইসি) জনগণের ভাষা বুঝে নির্বাচন অর্থবহ করার যাবতীয় ব্যবস্থা নেবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে রানা দাশগুপ্তের বাসভবনে চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকার স্বতন্ত্র প্রার্থী চসিকের সাবেক মেয়র মনজুর আলম সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করতে গেলে তিনি এ আশার কথা জানান।
এ সময় মনজুর আলম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তের সহযোগিতা চান।
রানা দাসগুপ্ত বলেন, আমরা সব সময়ই ভালো মানুষের পক্ষে আমরা সুষ্ঠু,অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনে বিশ্বাসী।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
এআর/পিডি/টিসি