চট্টগ্রাম: বাঁশখালীর পুঁইছড়ি ও চাম্বল ইউনিয়নের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপি।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজারে স্থানীয় ভোটারদের সাথে কুশল বিনিয়ময় করেন তিনি।
এদিন জলদি, গুণাগরী, সাধনপুর, পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুরে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন এবং স্থানীয় ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপি বলেন, বাঁশখালীবাসীর শাসক নয়, সেবক হওয়ার জন্য আমি নির্বাচনে অংশ নিচ্ছি। শাসক শাসন ও শাস্তি দেয়, সেবক সেবা করে। আমি পারিবারিকভাবে বাঁশখালীর মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছি। আমি মনে করি জনপ্রতিনিধি হিসেবে মানুষের জন্য কাজ করার সুযোগ বেশি। তাই বাঁশখালীর মানুষের সেবা করার জন্য সংসদ সদস্য প্রার্থী হয়েছি। আগামী ৭ জানুয়ারি ঈগল প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
পিডি/টিসি