চট্টগ্রাম: শীতের সকালে সোনালি আলোয় ছোটদের সাংস্কৃতিক জগৎ ফুলকির সামনে শত শত শিশুর সমাগম। শিশুরা কেউ মিকি, কেউ মিনি, কেউ আবার স্নো হোয়াইট, আলাদিনসহ ৫০ রকমের ডিজনির চরিত্রে সেজেছে।
শোভাযাত্রার পরেই শুরু হয় শিশুদের পরিবেশনায় ডিজনির নানা চরিত্র নিয়ে সাংস্কৃতিক পর্ব। যেখানে শিশুরা গান, অভিনয়ের মাধ্যমে দর্শকদের আনন্দ দেয় । অনুষ্ঠান শেষে ফুলকির সর্বাধ্যক্ষা শীলা মোমেন বলেন, ‘ফুলকি শিশুবান্ধব প্রতিষ্ঠান। ডিজনির সব আয়োজন যেহেতু শিশুদের মনে নাড়া দেয়, তাই ফুলকি শিশুদের জন্য এমন আয়োজন করেছে। ’
এরপরই ডিজনির শতবর্ষ উপলক্ষে একটি তথ্যচিত্র প্রদর্শন ও শিশুদের আঁকা ছবি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের দুদিন শিশুকিশোরদের জন্য আরও থাকছে ডিজনির বই নিয়ে বইবিপণি, এ সংক্রান্ত কারুপণ্য নিয়ে কারুবিপণি, মজার খাবার নিয়ে খাদ্যালয়সহ নানা আয়োজন। বিকেল ৩টা থেকে শুরু হয় ডিজনির চলচ্চিত্র প্রদর্শনী ফুলকির একে খান মিলনায়তনে।
শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ফিলিস্তিনে যুদ্ধ বিপদগ্রস্ত শিশুবন্ধুদের প্রতি সমর্থনে ফুলকির সামনের রাস্তায় আয়োজিত হবে মানববন্ধন। শহরের সব শিশুকিশোর মানববন্ধনে অংশ নিতে পারবে। ফুলকির সর্বাধ্যক্ষা শীলা মোমেন ফুলকি প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এ আয়োজনে সব শিশুকিশোরকে আমন্ত্রণ জানিয়েছেন। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত থাকবে ডিজনি চলচ্চিত্র প্রদর্শনী।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
এআর/পিডি/টিসি