চট্টগ্রাম: বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদ এর উদ্যোগে গীতা জয়ন্তী উৎসব উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় মিলনায়তনে দিনব্যাপী নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (২২ ডিসেম্বর) দিনব্যাপী এই আয়োজনের মধ্যে ছিল- পার্থ সারথী পূজা, সমস্বরে গীতা পাঠ, ভক্তি সঙ্গীতাঞ্জলি, মঙ্গলারতি, পঞ্চতত্ত্ব বন্দনা, গীতালোচনা, সমবেত প্রার্থনা ও প্রসাদ বিতরণ।
দিনের শুরুতে বাগীশিক পরিচালিত অভয়মিত্র মহাশ্মশান গীতা শিক্ষা নিকেতন এবং গীতাধ্বনির ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় পলাশ কান্তি নাথ রণীর নেতৃত্বে এবং তপন কান্তি নাথ এর সহযোগিতায় শত শত কন্ঠে গীতা পাঠ পরিবেশিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রীমদ্ভগবদগীতা মহাপবিত্র মানবধর্মগ্রন্থ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি ঝুন্টু চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়। অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় উপদেষ্টা অ্যাডভোকেট তপন কান্তি দাশ, উপদেষ্টা দিলীপ কুমার ভট্টাচার্য্য, চিত্রালী রায়, শম্ভু দাশ, দেবব্রত দাশ, চসিক কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, মহানগর সংসদের উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, প্রকৌশলী আশুতোষ দাশ, তপন রায়, সুকুমার দাশ, দক্ষিণ জেলা সংসদের প্রধান উপদেষ্টা বাবুল ঘোষ বাবুন।
বক্তব্য দেন কেন্দ্রীয় সাবেক সাবেক সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ, সহ সভাপতি সুনীল দত্ত, অধ্যাপক বিশ্বজিৎ রায় চৌধুরী, অমৃত লাল দে, যুগ্ম সম্পাদক তপন ধর, কৈলাশ বিহারী সেন, সজীব দত্ত সৌরভ, বিপ্লব পার্থ, ঝুন্টু শীল, যীশু সেন, অ্যাডভোকেট পার্থ নন্দী, ইঞ্জিনিয়ার শুভাশীষ চৌধুরী, মৌসুমী নাথ, বৃষ্টি বৈদ্য, অনিতা ঘোষ, অর্চণা দাশ, কুমার বিশ্বাস, তন্ময় চক্রবর্তী বাসু, সুজন দেবনাথ, পলাশ দত্ত, অনুপম দেবনাথ, সমর কান্তি দাশ, সুমন মজুমদার হিরো, রাধা রাণী, মহানগর সংসদের সভাপতি সন্জয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক অপূর্ব ধর, উত্তর জেলা সংসদ এর সভাপতি শুভাশিষ চৌধুরী, সাধারণ সম্পাদক শিবু দাশ, দক্ষিণ জেলা সংসদ এর সাধারণ সম্পাদক সুজন মজুমদার, ফেনী সংসদের সভাপতি প্রকৌশলী নির্মল মজুমদার সহ বাগীশিক কেন্দ্রীয়, মহানগর, উত্তর, দক্ষিণ, ফেনী জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
উত্তর জেলা সংসদের সাবেক সভাপতি অধ্যাপক রাজীব বিশ্বাস পঞ্চতত্ত্ব কীর্তন পরিবেশন করেন এবং গীতা জয়ন্তী উৎসব উপলক্ষে বাগীশিক কেন্দ্রীয় সংসদ এর প্রতিষ্ঠাতা সভাপতি দিলীপ কুমার ভট্টাচার্য আলোচনা করেন।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
এসি/টিসি