চট্টগ্রাম: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর স্প্রিং ২০২৪ সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) আইআইইউসির কেন্দ্রীয় মিলনায়তনে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসি উপাচার্য বলেন, নবীন শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সর্বোচ্চ সহযোগী হতে আইআইইউসি বদ্ধপরিকর।
আইআইইউসির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মছরুরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে আরও বক্তব্য দেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী দ্বীন মোহাম্মদ, আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ফিনেন্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী। ওরিয়েন্টেশন প্রোগ্রামে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এএফএম আক্তারুজ্জামান কায়সার। বক্তব্য দের শরীয়াহ অনুষদের ডীন অধ্যাপক ড. মোস্তফা কামিল মাদানি ও আইন বিভাগের চেয়ারম্যান মঞ্জুর হোসেন পাটোয়ারী।
এসময় আরও উপস্থিত ছিলেন আইআইইউসির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. গিয়াস উদ্দিন হাফিজ, বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. শামীমুল হক চৌধুরী, আইকিউএসির ডিরেক্টর অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, সেন্টার ফর রিসার্চের মহা পরিচালক অধ্যাপক ড. নাজমুল হক নদভী প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন আইআইইউসির প্রক্টর মো. ইফতেখার উদ্দিন।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
এমআর/টিসি