চট্টগ্রাম: চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শিক কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হামলা চালিয়ে নৌকার বিজয় ঠেকানো যাবে না। বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও উন্নয়নের প্রতীক নৌকা।
রোববার (২৪ ডিসেম্বর) ভাটিখাইন, করল, পূর্ব ভাটিখাইন, দক্ষিণ ভাটিখাইন, মীর্জা আলী লেদু শাহ মাজার, ভাটিখাইন বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ শেষে ভাটিখাইন ইউনিয়নের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে তিনি একথা বলেন।
মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, বিগত সাংসদ সামশুল হক পটিয়ার উন্নয়নের নামে হরিলুট করেছেন। বেড়িবাঁধের নামে মানুষের খতিয়ানভুক্ত কৃষি জমির মাটি কেটে লুটপাট করেছেন। কৃষকদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। যার সাক্ষী আপনারাই। গত ১৫ বছর স্বতন্ত্র প্রার্থী ও তার আত্মীয়-স্বজন এবং তার নিজস্ব লোক দিয়ে পটিয়ায় রাজত্ব কায়েম করেছে। ১৫ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও পটিয়ায় অসংখ্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মামলা, হামলাসহ নানান হয়রানির শিকার হতে হয়েছে। পটিয়া আওয়ামী লীগসহ সকল নেতাকর্মীদের মনের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুধাবন করেছেন। তাই প্রার্থী পরিবর্তন করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম দক্ষিণ জেলায় আওয়ামী লীগের একটি মাত্র আসন পরিবর্তন করেছেন, সেটি হচ্ছে পটিয়া। আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বলেন, উন্নয়ন সমৃদ্ধি ও স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। সে উন্নয়নের ধারাবাহিতকতাকে বেগবান করতে আগামী ৭ জানুয়ারি শেখ হাসিনার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, জেলা আ. লীগ নেতা সেলিম নবী, মোজাহেরুল আলম চৌধুরী, সন্তোষ কুমার বড়ুয়া, ইউপি চেয়ারম্যান মো. বখতিয়ার উদ্দিন, ভাটিখাইন আ. লীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুবলীগ নেতা আবু ছালেহ মো. শাহারিয়ার, জসিম উদ্দিন মেম্বার, মোহাম্মদ আলী, কুতুব উদ্দিন, সাইফুল ইসলাম, অন্তিকা বড়ুয়া, জেসমিন আকতার, কাজী জোবায়দা, রোকসানা, তুহিন প্রমুখ।
এরপর তিনি হাইদগাঁও ইউনিয়নে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনসহ হাইদগাঁওয়ের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
নিউজ ডেস্ক