চট্টগ্রাম: হীরকজয়ন্তী উদযাপন, ক্লাব কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে জমিক্রয়সহ সদস্যদের কল্যাণমূলক বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক বিশেষ অধিবেশনে।
রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে ক্লাবের বঙ্গবন্ধু হলে অধিবেশনে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা।
সভায় ক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। প্রস্তাবিত বাজেট পেশ করেন ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ।
অধিবেশনে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সভাপতি চৌধুরী ফরিদ, সহ-সভাপতি মনজুর কাদের মনজু, যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দায়, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, গ্রন্থাগার সম্পাদক কুতুব উদ্দিন, সমাজসেবা ও অ্যাপায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ ও মো. আইয়ুব আলী।
বিশেষ অধিবেশনে আলোচনা করেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম, সিনিয়র জার্নালিস্ট ফোরামের সভাপতি মইনুদ্দীন কাদেরী শওকত, সিইউজের সাবেক সভাপতি এম নাসিরুল হক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল, বিএফইউজে- যুগ্ম মহাসচিব মহসীন কাজী, বিএফইউজের সাবেক সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি আসিফ সিরাজ, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ, বীর মুক্তিযোদ্ধা দেবপ্রসাদ দাশ দেবু, সিইউজের সাবেক যুগ্ম সম্পাদক সবুর শুভ, সিইউজের অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, ক্লাবের স্থায়ী সদস্য রোকসারুল ইসলাম, বিশ্বজিৎ বড়ুয়া, মুস্তফা নঈম, চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
এআর/পিডি/টিসি