ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘সম্প্রীতি ও উন্নয়নের বাংলাদেশ গঠনে শেখ হাসিনার বিকল্প নেই’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
‘সম্প্রীতি ও উন্নয়নের বাংলাদেশ গঠনে শেখ হাসিনার বিকল্প নেই’ ...

চট্টগ্রাম: আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমাণে, সম্প্রীতির বাংলাদেশ গঠনের এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ‘শান্তি ও উন্নয়নের সপক্ষে বৌদ্ধ সমাজ’ শীর্ষক এক আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম প্রেসক্লারে বঙ্গবন্ধু হলে এর আয়োজন করে সম্মিলিত বৌদ্ধ নাগরিক সমাজ, চট্টগ্রাম।

বক্তারা বলেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বাংলাদেশ গঠন করতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। বিগত ১৫ বছর আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান একসাথে বসবাস করছি।

২০০১ এর ভয়বাহ নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচনোত্তর স্বরণকালেরর ভয়াবহ মানবতা লঙ্ঘনের বিভৎস নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন ও হত্যা আমরা চাই না। আমরা নির্ভিঘ্নে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে চাই।  

এ সমাবেশে চট্টগ্রামের বৌদ্ধদের প্রায় ২০টি সংগঠনের সম্মিলিত উদ্যোগে সম্মিলিত বৌদ্ধ নাগরিক সমাজ, চট্টগ্রাম দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও ‘শেখ হাসিনাতেই আস্থা’ ঘোষণা করে।  

চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়ার সভাপত্বিত্তে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যক্ষ ড. প্রণব কুমার বুড়য়া, প্রধান আলোচক ছিলেন সম্প্রীতি বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া।  

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পরিচালক মিথুন বড়ুয়া ও চট্টগ্রাম আইন কলেজের সাবেক ভিপি রেবা রাণী বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, ইউএসটিসির সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী পরিতোষ কান্তি বড়ুয়া, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মনতোষ বড়ুয়া, বাংলাদেশ বুড্ডিস্ট ডক্টরস এসোসিয়েশনের সাবেক সভাপতি ডা. প্রীতি বড়ুয়া, চট্টগ্রাম কর্মাস কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুসেন বড়ুয়া, সুপ্তভূষণ বড়ুয়া, অর্থদর্শী বড়ুয়াসহ অন্যান্য বৌদ্ধ সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।