চট্টগ্রাম: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপি পক্ষে বুধবার (২৭ ডিসেম্বর) বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেছেন নেতাকর্মীরা।
গণসংযোগকালে নেতার্কমীরা বাঁশখালীর সার্বিক উন্নয়নে মুজিবুর রহমান সিআইপির নানা প্রতিশ্রুতির কথা ভোটারদের জানান।
নেতাকর্মীরা জানান, মুজিবুর রহমান সিআইপি দীর্ঘদিন ধরে বাঁশখালীতে জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন। বাঁশখালীর উপকূলীয় এলাকার পানীয় জলের সংকট নিরসনে উদ্যোগ নিয়েছেন। বাঁশখালীর হাজার বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে বাঁশখালীর মানুষের জন্য কাজ করবেন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সন্তানদের জন্য মানসম্মত শিক্ষা, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।
এ সময় আগামী ৭ জানুয়ারি ঈগল প্রতীকে ভোট দিয়ে মুজিবুর রহমান সিআইপিকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান নের্তাকর্মীরা।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
পিডি/টিসি