ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৩ মণ পিরানহা মাছ জব্দ, জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
৩ মণ পিরানহা মাছ জব্দ, জরিমানা

চট্টগ্রাম: আনোয়ারায় মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ তিন মণ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। পরে মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোরে উপজেলার কালা বিবির দিঘির মোড় মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন।

মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক বাংলানিউজকে বলেন, পিরানহা মাছ চাষ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।

এই মাছ মৎস্য চাষের জন্য ক্ষতিকর। অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে কুমিল্লার দাউদকান্দি এলাকার মো. নাজমুল ও মোহাম্মদ শাহীন নামের দুই ব্যক্তিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক ও মেরিন ফিসারিজ অফিসার মো. হুজ্জাতুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।