ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় অস্ত্র তৈরির সরঞ্জামসহ ২ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
রাঙ্গুনিয়ায় অস্ত্র তৈরির সরঞ্জামসহ ২ জন গ্রেফতার ...

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে দুই অস্ত্র বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পশ্চিম খুরসীয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. রোকন (৪১) ও টেকনাফের উত্তর নয়াপাড়ার মৃত আমীর হোসেনের ছেলে মো. সিরাজুল হক (৩২)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিশেষ অভিযান চালিয়ে করে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

আসামিরা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশিয় আগ্নেয়াস্ত্র বিক্রিসহ নানা অপরাধমূলক কাজে জড়িত। তাদেরকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মো. নূরুল আবছার।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।