ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সন্দ্বীপে পুলিশের ওপর হামলা মামলার আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
সন্দ্বীপে পুলিশের ওপর হামলা মামলার আসামি গ্রেফতার ...

চট্টগ্রাম: পুলিশের ওপর হামলার ঘটনায় সন্দ্বীপের মগধরা ইউনিয়ন থেকে অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে ইঞ্জিনিয়ার রবিউল আলম সমির (৩৮) নামে ওই ব্যক্তিকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

তিনি মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সন্দ্বীপ থানার ওসি (তদন্ত) জাকির হোসেন বলেন, গত ২৪ ডিসেম্বর পুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি রবিউল আলম সমির।

অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ। পরে তার কাছ থেকে একটি দেশিয় তৈরি শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  

তিনি বলেন, আসামির বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। এই মামলার অন্য আসামিদের আটক করতে অভিযান চলছে।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী প্রচার চলাকালে পুলিশের ওপর হামলার অভিযোগে নৌকা ও ঈগল প্রতীকের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলায় ৬৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। সন্দ্বীপ থানা পুলিশের উপ-পরিদর্শক মো. জয়নুল বাদী হয়ে এই মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।