ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে লাখ টাকা ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, মার্চ ২, ২০২৪
ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে লাখ টাকা ছিনতাই ...

চট্টগ্রাম: আনোয়ারায় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১ লাখ টাকা ও পাঁচটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

আহত কলিম উল্লাহ (৩০) আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

তিনি চাতরী ইউনিয়নের রুদুরা গ্রামের মাওলানা মোজাম্মেল হকের ছেলে।  

শুক্রবার (১ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে চাতরী ইউনিয়নের শাহ-ই দরবার ইসলামী কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

 

কলিম উল্লাহ জানান, তিনি আনোয়ারা সদরে গনি মার্কেটের সামনে মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করেন। রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাইসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ে ৩ জন যুবক পেছন থেকে এসে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় তারা ছুরিকাঘাত করে নগদ এক লাখ টাকা ও ৫টি মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ফাহমিদা বলেন, ছুরিকাঘাতে আহত ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সোহেল আহমদ বলেন, রাতে টাকা ছিনতাইয়ের একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ০২, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।