ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ডায়াগনস্টিক সেন্টারে অব্যবস্থাপনা, গুনতে হলো জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
ডায়াগনস্টিক সেন্টারে অব্যবস্থাপনা, গুনতে হলো জরিমানা 

চট্টগ্রাম: নানা অব্যবস্থাপনার কারণে হাটহাজারীতে অভিযান পরিচালনা করে একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৬ মার্চ) দুপুরে হাটহাজারী উপজেলার শেরে বাংলা মাজারের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান।

তিনি বাংলানিউজে বলেন, হাটহাজারী শেরে বাংলা মাজারের দক্ষিণ পাশের জারিয়া ডায়াগনস্টিক সেন্টারে নানা অব্যবস্থাপনার কারণে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।