চট্টগ্রাম: অনিয়ম, ঘুষ গ্রহণ ও সেবাগ্রহীতাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুদক।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মো. এমরান হোসেনের নেতৃত্বে ৩ সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় ছদ্মবেশে দুদক টিম প্রথমে পাসপোর্ট অফিসে কোনো অনিয়ম আছে কিনা তা পর্যবেক্ষণ করেন।
অভিযানে আনসার সদস্য আমানুল্লাহ, পুলিশের কনস্টেবল রিয়াদ ও ইমন বড়ুয়ার বিভিন্ন অনিয়মে সম্পৃক্ততা পান। এছাড়া পুলিশ এবং আনসার সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করার জন্য পরিচালককে বলা হয়েছে।
এছাড়া এক সেবাগ্রহীতার সঙ্গে দুর্বব্যহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় অফিসের দুই কমকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ৭, ২০২৪
পিডি/টিসি