ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পুড়ে গেল ট্রেনের ৪ বগি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, মার্চ ৮, ২০২৪
পুড়ে গেল ট্রেনের ৪ বগি  ...

চট্টগ্রাম: নগরের বারিক বিল্ডিং এলাকায় আগুনে পুড়েছে ট্রেনের ৪টি বগি।  

বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বগিগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিনমণি শর্মা জানান, রেলের বগিতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বন্দর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শামীম মিয়া জানান, ওই এলাকায় ট্রেনের যাত্রীবাহী চারটি পরিত্যক্ত রেক দীর্ঘদিন ধরে পড়ে ছিল। সেখানে আগুন লাগে। ধারণা করছি, টোকাইদের বিড়ি- সিগারেট থেকে বগিতে আগুন ছড়াতে পারে। তবে কেউ হতাহত হয়নি।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, বাংলাবাজার এলাকার রেলওয়ে এসআরবি স্টেশনে পরিত্যক্ত যাত্রীবাহী ট্রেনের ৪টি বগিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে এসেছে।  

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, মার্চ ৮, ২০২৪ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।