ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইউপি নির্বাচন: ফটিকছড়ি ও বাঁশখালীতে ভোট উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, মার্চ ৯, ২০২৪
ইউপি নির্বাচন: ফটিকছড়ি ও বাঁশখালীতে ভোট উৎসব ...

চট্টগ্রাম: ফটিকছড়ি নানুপুর এবং খিরাম ইউনিয়ন পরিষদ এবং বাঁশখালীর বাহারছড়ায় উপ-নির্বাচন উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট উৎসব।

শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলবে।

ফটিকছড়ি উপজেলার দুই ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৭৫ জন প্রার্থী। ভোট যুদ্ধে নানুপুরে চেয়ারম্যান পদে ৪ জন ও খিরামে প্রার্থী ৩ জন।

খিরাম ইউনিয়নে মোট ভোটার ৮ হাজার ৯৫৫ জন। নারী ভোটার ৪ হাজার ২৫৪ এবং পুরুষ ৪ হাজার ৭০১ জন। এই ইউনিয়নে মোট কেন্দ্র ৯টি। এছাড়া নানুপুর ইউনিয়নে মোট ভোটার ২২ হাজার ৫১৪ জন। পুরুষ ভোটার ১১ হাজার ৬৬৫ জন এবং নারী ১০ হাজার জন। এই ইউনিয়নেও মোট ভোট কেন্দ্র ৯টি।

ফটিকছড়ি উপজেলা নির্বাচন অফিসার অরুন উদয় ত্রিপুরা বলেন, শঙ্কামুক্ত ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। ভোটগ্রহণ শেষে উপজেলা জহুরুল হক হলরুম থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এদিকে বাঁশখালীর বাহারছড়ায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরুর পর ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেন। নির্বাচনী এলাকার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ১০টি ভোটকেন্দ্রে ৩১ হাজার ২৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- এম. বখতেয়ার উদ্দিন চৌধুরী (টেবিল ফ্যান), মোহাম্মদ জসীম উদ্দিন (আনারস), মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী (অটোরিকশা), দেলোয়ার আজিম (টেলিফোন), মোহাম্মদ নাছির উদ্দিন খাঁন (ঢোল), মামুনুর রশীদ চৌধুরী (মোটরসাইকেল), সাদুর রশিদ চৌধুরী (চশমা)।  

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন মোল্লা জানান, শনিবার ভোরে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হয়। নির্বাচনে দায়িত্বরত আছেন ১০ জন প্রিসাইডিং, ৭৮ জন সহকারী এবং ১৫৬ জন পোলিং কর্মকর্তা।  

বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম গত বছরের ২৫ সেপ্টেম্বর মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদ শূন্য হয়।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মার্চ ৯, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।