চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ সেশনের স্নাতক প্রথমবর্ষের ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৪ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। ১৭ হাজার ৩০৭ জন আবেদনকারীর বিপরীতে ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ হাজার ৮৫১ জন শিক্ষার্থী।
শনিবার (৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হেলাল উদ্দিন নিজামী।
এর আগে সকাল ১১টায় শুরু হয়ে বেলা ১২টায় শেষ হয় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয় এবারে ভর্তি পরীক্ষা। এরমধ্যে চবি কেন্দ্রে ৮ হাজার ২১২ জন, রাবি কেন্দ্রে ১ হাজার ৬৬৫ জন এবং ঢাবি কেন্দ্রে ৪ হাজার ৫৭৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এবছর ভর্তি পরীক্ষায় ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। বিগত শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের আলাদা প্রশ্নে পরীক্ষা হলেও এবার সব বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছে। ‘সি’ ইউনিটে মোট আসন সংখ্যা ৬৪০টি।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৪
এমএ/টিসি