চট্টগ্রাম: সড়কের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ, মেয়াদ উত্তীর্ণ পণ্য ও বিভিন্ন অনিয়মের অভিযোগে হাটহাজারীতে অভিযান পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা করা হয়েছে।
রোববার (১০ মার্চ) দুপুরে উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনার সময় বিএসটিআই প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান বাংলানিউজকে বলেন, রমজানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর দাম নিয়ন্ত্রণে বাজার তদারকি ও জনদুর্ভোগ লাঘব করতে অভিযান পরিচালনা করা হয়েছে।
প্রাথমিকভাবে কিছু প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে, তবে ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
বিই/পিডি/টিসি