ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে যুবলীগ নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২৪
বাঁশখালীতে যুবলীগ নেতা আটক ...

চট্টগ্রাম: বাঁশখালীর বাহারছড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে হামলার ঘটনায় মো. সেলিম উদ্দিন চৌধুরী নামে যুবলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।  

রোববার (১০ মার্চ) সন্ধ্যায় তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

সেলিম উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক।  

শনিবার বাহারছড়া ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে রেজাউল করিম নামে এক প্রার্থী জয়ী হন। পরাজিত প্রার্থী জসিম উদ্দিন চৌধুরী খোকনের সমর্থক জালাল উদ্দিন চৌধুরীর বাড়িতে হামলা চালায় জয়ী প্রার্থীর সমর্থক সেলিম উদ্দিন চৌধুরী। রোববার সকালে সেলিম জালালের বাড়িতে গিয়ে তার স্ত্রী ও সন্তানকে মারধর করে। এসময় দেশিয় অস্ত্র হাতে প্রকাশ্যে জসিমের সমর্থকদের বাড়িঘরে হামলা চালানো হয়।  

বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমদ বলেন, সেলিম নামের একজনকে আটক করা হয়েছে। বিষয়টি আমরা দেখছি।

হামলার শিকার জালাল উদ্দিন বলেন, যুবলীগ নেতা সেলিম উদ্দিন, মোরশেদুল আলমসহ ২০-৫০ জন দেশিয় অস্ত্র হাতে আমার বাড়িতে ভাংচুর চালায়। বাইরে আমার বড় ছেলে হাসনাইন খেলা করার সময় তাকে লাথি মেরে এগিয়ে যায়। আমার স্ত্রী ফারহানা সুলতানা (প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক) ঘরে ঢুকতে বাধা দিলে তারা তাকে লাথি ও কিলঘুষি মেরে ঘরে ঢুকে পড়ে। পরে ঘরের জিনিসপত্র নষ্ট করে এবং আলমারিতে রক্ষিত স্বর্ণ ও মালামাল লুট করে নিয়ে যায়।  

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।