চট্টগ্রাম: বাঁশখালীর বাহারছড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে হামলার ঘটনায় মো. সেলিম উদ্দিন চৌধুরী নামে যুবলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।
রোববার (১০ মার্চ) সন্ধ্যায় তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
শনিবার বাহারছড়া ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমদ বলেন, সেলিম নামের একজনকে আটক করা হয়েছে। বিষয়টি আমরা দেখছি।
হামলার শিকার জালাল উদ্দিন বলেন, যুবলীগ নেতা সেলিম উদ্দিন, মোরশেদুল আলমসহ ২০-৫০ জন দেশিয় অস্ত্র হাতে আমার বাড়িতে ভাংচুর চালায়। বাইরে আমার বড় ছেলে হাসনাইন খেলা করার সময় তাকে লাথি মেরে এগিয়ে যায়। আমার স্ত্রী ফারহানা সুলতানা (প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক) ঘরে ঢুকতে বাধা দিলে তারা তাকে লাথি ও কিলঘুষি মেরে ঘরে ঢুকে পড়ে। পরে ঘরের জিনিসপত্র নষ্ট করে এবং আলমারিতে রক্ষিত স্বর্ণ ও মালামাল লুট করে নিয়ে যায়।
বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০২৪
বিই/টিসি