চট্টগ্রাম: লোহাগাড়ায় কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) বিক্রির দায়ে খোরশেদ আলম (৪০) নামে এক যুবককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মাটিকাটার কাজে ব্যবহৃত ২টি ডাম্পার ও একটি স্কেভেটর জব্দ করা হয়।
সোমবার (১১ মার্চ) রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোয়াং এলাকায় অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুুহাম্মদ ইনামুল হাছান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান বলেন, রাতের আঁধারে ওই এলাকায় কৃষি জমির টপসয়েল কেটে বিক্রি করছিল প্রভাবশালীরা।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
পিডি/টিসি