ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নিরিবিলিতেও জমজমাট রোদেলা বিকেলের ইফতার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
নিরিবিলিতেও জমজমাট রোদেলা বিকেলের ইফতার  ...

চট্টগ্রাম: ‘পিওর ফর শিওর’ স্লোগানে রোদেলা বিকেল আয়োজন করেছে ৩৬ পদের ইফতার। নগরের এমএ আজিজ স্টেডিয়াম পাড়ার নিরিবিলিতেও রেস্টুরেন্টটির ইফতার বাজার জমজমাট ছিল স্বাস্থ্যসচেতন মানুষের ভিড়ে।

 

মঙ্গলবার (১২ মার্চ) দুপুর থেকে শুরু হয় ইফতার বিক্রি। এবার প্রতি কেজি দেশি চিকেন ও মাটন হালিম ১ হাজার ১০০ টাকা,  মেজবানি গরুর মাংস দেড় হাজার টাকা, মিহিদানা ১০০ গ্রাম ১২০ টাকা, জিলাপি ১০০ গ্রাম ১১০ টাকা, লাচ্ছা জিলাপি ১০০ গ্রাম ১২০ টাকা বিক্রি হচ্ছে।

 

এবার ৪৯০ টাকার প্যাকেজে খেজুর, চনা, পেঁয়াজু, বেগুনি, জাফরান মিল্ক জিলাপি, আনারসের জুস, মেজবানের গরুর মাংস বা তান্দুরি চিকেন, পরোটা, কুমিল্লার মুড়ি, চিকেন আলুর চপ দেওয়া হচ্ছে। ৭৯০ টাকার প্যাকেজে আবুধাবির খেজুর, চনা, পেঁয়াজু, বেগুনি, চিকেন মমো, কিসমিস ফিরনি, জাফরান মিল্ক জিলাপি, প্রিমিয়াম হালিম চিকেন বা মাটন, সুইট লাচ্ছি, কুমিল্লার মুড়ি, চিকেন এগ রোল ও চিকেন আলুর চপ দেওয়া হচ্ছে।  

ইফতারির অন্যান্য পদের মধ্যে রয়েছে- পাটিসাপটা, কিসমিস ফিরনি, স্পেশাল পরোটা, দেশি চিকেন তান্দুরি, চিকেন তান্দুরি, চিকেন চাপ, চিকেন ললিপপ, বিফ বটি কাবাব, প্রণ তান্দুরি, বিফ কাচ্ছি বিরিয়ানি, বিফ আকনি বিরিয়ানি, মাটন কাচ্চি বিরিয়ানি, ফিশ ফিঙ্গার, মাটন পায়া, চিকেন মমো, চিকেন শর্মা, বিফ শর্মা, চিকেন এগ রোল, ফিশ টিক্কা কাবাব, টক দই, মিষ্টি দই, আমের লাচ্ছি, গরুর নলা, চিকেন শামি কাবাব, সুজির হালুয়া, ঘিয়ে ভাজা লুচি, চিটা পিঠা, চিকেন আলুর চপ, চিকেন সাসলিক ইত্যাদি।  

রোদেলা বিকেলের ব্যবস্থাপক বলেন, পবিত্র রমজানের ইফতার আমরা স্বাস্থ্যসম্মত উপায়ে যত্নের সঙ্গে তৈরি করি। আমাদের সব উপকরণ গ্রাহকদের জন্য সাজিয়ে রেখেছি। ধুলোবালিমুক্ত পরিবেশে গ্রাহকের পছন্দের ইফতার প্যাকেট করে দিচ্ছি। আমাদের হটলাইনে অগ্রীম অর্ডার (01616 444466) দিলে প্যাকেট করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।